Quantcast
Channel: NSSB
Viewing all articles
Browse latest Browse all 364

‘স্ত্রী’ ছিল টিয়া পাখি

$
0
0

24 April, 2016


কালের কণ্ঠ ডেস্ক কানাডার অন্টারিওর এক বাসায় ‘স্বামী-স্ত্রীর’ মধ্যে তুমুল ঝগড়া চলছে। ‘স্বামী’ খুনের হুমকি দেওয়ার পাশাপাশি ‘স্ত্রীর’ মৃত্যু কামনা করছেন। এসব শুনে উদ্বিগ্ন প্রতিবেশীরা খবর দিল পুলিশে। কারণ, কখন জানি খুনখারাপি হয়ে যায়! পুলিশও যথারীতি ঘটনাস্থলে গিয়ে হাজির। কনস্টেবল স্টিভ বেটসের ভাষ্য মতে, ঘটনাটি রাত ৮টার দিকের। পুরুষকণ্ঠ চিত্কার করে বলছেন, ‘আমি চাই তুমি মরো, মরে যাও।’ এ ছাড়াও বিভিন্ন গালাগাল করছেন তিনি। নারীকণ্ঠও থেমে নেই। পাল্টা গালাগালের শব্দ আসছে তার থেকেও। বেটস জানান, বাড়িতে গিয়ে তাঁরা শুধু একজন পুরুষকেই পেয়েছেন। আর আছে তাঁর একটি পোষা টিয়া পাখি। মূলত পাখিটির উদ্দেশে চিত্কার করে এসব গালাগাল করছিলেন গৃহস্বামী। এবং পোষা টিয়াও মনিবের সব কথার পুনরাবৃত্তি করছিল। বেটস আরো জানান, পুরুষটি মদ পান করছিলেন, তবে টিয়া পাখিকে তিনি কোনোরকম মারধর করেননি। ওই পুলিশ কনস্টেবল বলেন, ‘এ ঘটনায় আমরা বিরাট তাজ্জব বনে গেছি ঠিকই, কিন্তু ব্যতিক্রমী এ ধরনের ঘটনা আমাদের দৈনন্দিন কাজে বৈচিত্র্য নিয়ে আসে।’

সূত্র : বিবিসি।

Source: www.kalerkantho.com/print-edition/last-page/2016/04/24/350928

Photo Source: www.artistrising.com

The post ‘স্ত্রী’ ছিল টিয়া পাখি appeared first on NSSB.


Viewing all articles
Browse latest Browse all 364

Trending Articles