Quantcast
Channel: NSSB
Viewing all articles
Browse latest Browse all 364

ইবোলা জিকার পর এবার নতুন আতঙ্ক প্যারেকো ভাইরাস

$
0
0

23 April, 2016

23.04.16 n-6

সাম্প্রতিক বছরগুলোতে ইবোলা ও জিকার মতো ভাইরাসের ভয়াবহতা দেখেছে বিশ্ব। এ আতঙ্ক কাটতে না কাটতেই নতুন এক ধরনের ভাইরাসের সংক্রমণ দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। প্যারেকো ভাইরাস নামের ভাইরাসটি মস্তিষ্কের ক্ষতি করে। বাধাগ্রস্ত করে মস্তিষ্কের বিকাশ। গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে শুক্রবার বিবিসি জানিয়েছে, ২০১৩ ও ২০১৪ সালে অস্ট্রেলিয়ায় শতাধিক শিশু প্যারেকো ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এক বছর পর চিকিৎসকরা বুঝতে পেরেছেন যে এদের অনেকেরই বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। অস্ট্রেলিয়ান সোসাইটি ফর ইনফেকশাস ডিজিজেসের (এএসআইডি) এক গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য। ভাইরাসটিতে আক্রান্তদের জন্য কোনো নির্দিষ্ট চিকিৎসা বা ভাইরাসের কোনো প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি।
ভাইরাসটিতে আক্রান্ত শিশুদের মধ্যে সাধারণত হৃদরোগ, খিটখিটে মেজাজ ও পেশিতে টানপড়ার প্রবণতা দেখা যায়। এএসআইডির সভাপতি অধ্যাপক শেরিল জোনস এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এ ভাইরাস সম্পর্কে তেমন কিছুই এখনও জানা যায়নি।
ভাইরাসটিতে আক্রান্ত হলে শিশুদের মধ্যে দীর্ঘকালীন প্রভাব সম্পর্কে বুঝতে কিছুটা সাহায্য করছে নতুন এ গবেষণা এবং ফলাফল উদ্বেগজনক।
Source: http://www.jugantor.com/ten-horizon/2016/04/23/27090
Photo Source: pdbj.org

The post ইবোলা জিকার পর এবার নতুন আতঙ্ক প্যারেকো ভাইরাস appeared first on NSSB.


Viewing all articles
Browse latest Browse all 364

Trending Articles