23 April,2016
কালের কণ্ঠ ডেস্ক
পণ্যের প্রচারে ভোক্তার দৃষ্টি আকর্ষণের জন্য নয়; এবার বিলবোর্ড বসানো হয়েছে মশাকে আকর্ষণ করতে। তবে সেই আকর্ষণে মশা বিলবোর্ডের কাছে গিয়ে কিছু পাবে না; উল্টো জীবনটা দিয়ে দিতে হবে। আর এতে করে সম্ভব হবে মশার মাধ্যমে ছড়ানো জিকা ভাইরাস প্রতিরোধ করা। সম্প্রতি এমন আশা নিয়েই রাস্তায় এমন বিলবোর্ড বসিয়েছে ব্রাজিলের একাধিক বিপণন সংস্থা।
বিলবোর্ডগুলোয় ব্যবহার করা হয়েছে ল্যাকটিক এসিডের এক ধরনের মিশ্রণ; যাতে মানুষের ঘাম ও নিঃশ্বাসে থাকা কার্বন ডাই-অক্সাইডের গন্ধ রয়েছে। আপাত উপকারী মনে হলেও এ নিয়ে কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছে। এক বিশেষজ্ঞের বরাত দিয়ে বিবিসি জানায়, ঘনবসতিপূর্ণ স্থানে শুধু মশা নয়, অন্যান্য কীটপতঙ্গও বিলোবোর্ডে আকৃষ্ট হয়ে মারা যেতে পারে।
উদ্ভাবকরা জানান, আড়াই কিলোমিটার দূর থেকেও মশা বিলবোর্ডের গন্ধ পাবে। এরপর বিলবোর্ডের মধ্যে আটকা পড়বে। আর এটি একটি বার্তার মাধ্যমে জানানো হবে। ইতিমধ্যে রিও ডি জেনিরোতে দুটি বিলবোর্ড বাসানো হয়েছে। সূত্র : বিবিসি।
Source: http://www.kalerkantho.com/print-edition/last-page/2016/04/23/350524
Photo Source: www.telegraph.co.uk
The post বিলবোর্ডে হটবে জিকা appeared first on NSSB.