Quantcast
Channel: NSSB
Viewing all articles
Browse latest Browse all 364

বড় পাতা ম্যাগনোলিয়া

$
0
0
Magnolia macrophylla subsp. ashei

Magnolia macrophylla subsp. ashei

ম্যাগনোলিয়া শুনলেই একটা ভাল লাগার অনুভূতি জাগে। ম্যাগনোলিয়া ফুলকে উদয় পদ্ম নাম দিয়ে আপন করে নিয়েছেন রবীন্দ্রনাথ কিন্তু সে Magnolia grandiflora। আজকের ম্যাগনোলিয়া শীতপ্রধান পর্ণমোচী বনের Magnolia macrophylla। পনের থেকে ২০ মিটারের গাছে এক একটি পাতা প্রায় ৩০ ইঞ্চি আর ফুল সেও কিন্তু কম যায় না। বিশাল আকারের সাদা ফুল স্বাভাবিক ভাবেই দৃষ্টি আকর্ষনের কারণ, দুঃখের বিষয় অধিকাংশ সময় তা অনেক উঁচুতে ফলিয়াযে লুকিয়ে থাকে। মধু মাছি ও প্রজাপতি কিন্তু তার পিছু ছাড়ে না। ছয় খানা সাদা পুষ্প দল হলুদ ও খয়েরি মধ্য ভাগকে ঘিরে রাখে। বসন্ত ও গ্রীষ্মের প্রারম্ভে এর সুবাস ছড়ায়।

Magnolia macrophylla Or bif leaf magnolia Magnolia macrophylla subsp. ashei Magnolia macrophylla Magnolia macrophylla flower

এই গাছের আদিনিবাস দক্ষিণ-পূর্ব আমেরিকা ও পূর্ব মেক্সিকো। অদ্ভুত ফুলের প্রস্ফুটন ও দীর্ঘাকার পাতার গঠন প্রমাণ করে এটি আদিম প্রজাতির গাছ।বস্তুত ম্যাগনোলিয়া অন্যান্ন সকল গাছের মধ্যে অন্যতম প্রাচীন পরিবারের অন্তর্ভুক্ত গাছ। বিগ লিফ ম্যাগনোলিয়ার কোন্ আকারের বড় ফল হয় যা লাল অথবা স্কার্লেট রঙের বীজে পূর্ণ থাকে।
ছায়া যুক্ত ও প্রচুর আদ্র স্থান এই গাছের জন্য অনুকুল। বাগানে লাগানোর জন্য অনেকেই Magnolia ashei ব্যবহার করে থাকেন যেটা সম্পূর্ণ একি রকম দেখতে আর সুবিধা হল ম্যাগনোলিয়া আসাই গাছ খুব বেশি বড় ও হয়না তাই হাতের নাগালেই জেসমিন ও লেবু মিশ্রিত সুবাস যুক্ত ফুলের সান্নিধ্য উপভোগ করা যায়।
এটি Magnolia macrophylla এর সাব স্পাইসিস।
গাছের যত্ন নিতে বলা হয়ে থাকে ছায়া যুক্ত স্থান ও পর্যাপ্ত পানি প্রয়োজন এই গাছের জন্য।
ছবি- ওয়েব

The post বড় পাতা ম্যাগনোলিয়া appeared first on NSSB.


Viewing all articles
Browse latest Browse all 364

Trending Articles